"আমাদের নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা লাগাতার অবস্থান চালিয়ে যাবো।"
Published : 11 Feb 2025, 04:55 PM
নিয়োগ নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা।
মঙ্গলবার থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা।
তারা বলেছেন, পরীক্ষার সময় শিক্ষক নিবন্ধনের সনদের মেয়াদ আজীবন থাকলেও আপিল বিভাগের রায়ে তা তিন বছর নির্ধারিত হয়েছে, ফলে তাদের সনদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ফলে তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক ও প্রভাষক পদে নিয়োগ সুপারিশ পাওয়ার আবেদন করতে পারছেন না।
তারা সনদ অনুযায়ী শিক্ষক-প্রভাষক পদে নিয়োগ সুপারিশ করার দাবি জানাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে।
বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা ও ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে নিবন্ধিত প্রার্থী আব্দুর রহীম আকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১ম থেকে ১২তম নিবন্ধনে উত্তীর্ণদের সবাইকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বৈধ সনদধারী হয়েও আমাদের চাকরি হয়নি। কিন্তু জাল-সনদ নিয়ে হাজার হাজার লোক শিক্ষকতা করছেন। আমরা নিয়োগ চাই।"
১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গণিতের প্রভাষক পদে নিবন্ধিত প্রার্থী মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যখন আমাদের নিবন্ধন পরীক্ষা হয়েছিল তখন আমাদের সনদের মেয়াদ ছিল আজীবন। কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনি আপিল বিভাগের একটি রায় এনে সনদের মেয়াদ তিন বছর করে। শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে আমরা আবেদন করতে পারি না।
"আমাদের নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা লাগাতার অবস্থান চালিয়ে যাব।"
জানতে চাইলে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উচ্চআদালত থেকে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর নির্ধারিত হওয়ায় বিধিমোতাবেক ১ম থেকে ১২তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার সুযোগ আমাদের নেই।"