শিশুটির খালু আকরামুল ইসলাম বলেন, “লাবিব জন্মের পর থেকেই বাকপ্রতিবন্ধী ছিল, কথা বলতে পারত না সে।”
Published : 10 Sep 2024, 11:37 PM
ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাত রাস্তা মাস্টার বাড়ি এলাকায় খেলার সময় দোলনার রশিতে গলায় ফাঁস লেগে মো. লাবিব (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করছেন তার স্বজনরা।
মঙ্গলবার সন্ধ্যায় মারা যাওয়া শিশুটি বাকপ্রতিবন্ধী ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির খালু আকরামুল ইসলাম বলেন, “লাবিব জন্মের পর থেকেই বাকপ্রতিবন্ধী ছিল, কথা বলতে পারত না।”
আকরামুলের দাবি, ভাড়া বাসায় থাকত লাবিবরা। সন্ধ্যার দিকে বাসার বারান্দায় দোলনায় খেলছিল সে। এ সময় দোলনার রশিটি তার গলায় পেঁচিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
লাবিব লক্ষ্মীপুর সদর হরিশচর গ্রামের ইলেকট্রিক ব্যবসায়ী নুরুল আমিনের ছেলে। বর্তমানে সাত রাস্তা মাস্টার বাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।