ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
Published : 20 Feb 2025, 04:02 PM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ দুজনকে এক দিন করে রিমান্ডে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয় বলে তথ্য দিয়েছেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।
রিমান্ডে যাওয়া অন্যজন হলেন- বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
এর আগে এই দুজনসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
অন্যরা হলেন- ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার- এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন ও সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী।
প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম; উপস্থিত ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, আব্দুল্লাহ আল নোমান, তারেক আব্দুল্লাহ ও শাইখ মাহদী।
প্রসিকিউটর সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, প্রসিকিউশন একটি মামলায় আব্দুল্লাহ আল মামুনের রিমান্ডের আবেদন করলে ট্রাইব্যুনাল তাকে আগামী ২৩ ফেব্রুয়ারি একদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন।
আরেক মামলায় প্রসিকিউশন সাবেক পুলিশ কর্মকর্তা আলেফ উদ্দিনকে রিমান্ডের আবেদন করলে ট্রাইব্যুনাল তাকে আগামী ২৬ ফেব্রুয়ারি একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে, বলেন প্রসিকিউটর সুলতান।
তবে মামলার দুটির বিষয়ে বিস্তারিত বলেননি তিনি।
প্রসিকিউটর বলেন, এ দুই মামলায় প্রসিকিউশন তিন মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী ২৮ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে।
আলেফ উদ্দিন সম্পর্কে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জে র্যাবে কর্মরত থাকাকালে সীমাহীন অপকর্ম করেছেন। প্রায় দিনই তার বিরুদ্ধে অভিযোগ দিতে অনেক মানুষ ট্রাইব্যুনালে আসেন।”