বিবাদীদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে আদালত।
Published : 22 Oct 2024, 08:32 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
রিট আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, অর্থ সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে আদালত।
তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেমন বিজ্ঞপ্তি দিয়ে ঘটনা জানাতে সাধারণকে বলা হচ্ছে, তেমনি কারা ক্ষতিগ্রস্ত তা জানতে চেয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর যারা নিহত হয়েছেন, তাদের পরিবার বা যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ কত হবে তা কে নির্ধারণ করবে তাও ঠিক করা দরকার। এ বিষয়ে আবেদনে নির্দেশনা চাওয়া হয়েছে।”
তিনি মনে করেন, যারা বিএনপি বা জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট তারা বা তাদের পরিবারের খবরাখবর নেওয়া হচ্ছে। কিন্তু যাদের সঙ্গে কোনো দলের সংশ্লিষ্টতা নেই তাদের খবর কেউ নিচ্ছে না।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়াসহ পাঁচটি বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে রাজধানীর উত্তরার বাসিন্দা ও আন্দোলনে আহত মো. মনির মুন্না গত ৯ অক্টোবর এই রিট আবেদন করেন।
আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো ওই আন্দোলনে সারাদেশে অন্তত ৬৩১ জন নিহত হয়েছেন এবং ১৯ হাজার ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে সেপ্টেম্বরে তথ্য দেয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে আন্দোলনকারীদের মূল প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হিসাবে নিহতের সংখ্যা ১,৫৮১ জন; আর আহত হয়েছেস ৩১ হাজারের বেশি মানুষ।