“আপনারা রোহিঙ্গা সংকটকে একটি বিচ্ছিন্ন সমস্যা হিসেবে না দেখে মিয়ানমারের সামগ্রিক প্রেক্ষাপটে মূল্যায়ন করছেন—এটি অত্যন্ত প্রশংসনীয়।”
Published : 17 Apr 2025, 10:27 PM
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও উন্নয়ন বিষয়ে আলোচনা করেছেন সফররত দুই মার্কিন উপসহকারী মন্ত্রী নিকোল অ্যান চুলিক ও অ্যান্ড্রু হেরাপ।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
এ সময় তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানান বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ‘পাল্টা’ শুল্ক আরোপ নব্বই দিনের জন্য স্থগিত করায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “আমরা তার বাণিজ্য এজেন্ডাকে সমর্থন দিতে আমাদের কাজ অব্যাহত রেখেছি।”
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক তিন দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসেন।
শুক্রবার পর্যন্ত সফরে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
চুলিকের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এই দুই প্রতিনিধি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য ফের অর্থ সহায়তা চালু করায় মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং এ সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
মিয়ানমার সরকার সম্প্রতি ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের যোগ্য হিসেবে চিহ্নিত করেছে—এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
মার্কিন প্রতিনিধি দলের সদস্য নিকোল চুলিক বলেন, “আপনারা রোহিঙ্গা সংকটকে একটি বিচ্ছিন্ন সমস্যা হিসেবে না দেখে মিয়ানমারের সামগ্রিক প্রেক্ষাপটে মূল্যায়ন করছেন—এটি অত্যন্ত প্রশংসনীয়।”
প্রতিনিধি দল আরও আঞ্চলিক সহযোগিতা, সংযোগ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে প্রধান উপদেষ্টার উদ্যোগের প্রশংসা করে।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও ঢাকায় যুক্তরাষ্ট্রের মিশনপ্রধান ট্রেসি অ্যান জ্যাকবসনও উপস্থিত ছিলেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
সফররত মার্কিন প্রতিনিধি দল বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে আলাদা বৈঠক করেছেন।
প্রায় এক ঘণ্টার বৈঠকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার নানা গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়েও বিশদ আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।
আরও পড়ুন:
ফখরুল-চুলিক বৈঠকে নির্বাচন নিয়ে 'দীর্ঘ আলোচনা' হয়েছে: খসরু