এই পাঁচ সংস্কার কমিশনের তিনটি এখনো প্রতিবেদন জমা দেয়নি।
Published : 27 Mar 2025, 10:10 PM
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় ধাপে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার।
দ্বিতীয় দফায় বাড়ানো এই মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনগুলোর মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এই কমিশনগুলো হচ্ছে- স্বাস্থ্যখাত সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশন।
২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগ নেয়।
গত অক্টোবর প্রথম ধাপে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়। এসব কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এগুলো হচ্ছে- সংবিধান সংস্কার, বিচার বিভাগ সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, জনপ্রশাসন সংস্কার, পুলিশ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।
এর মধ্যে পুলিশ সংস্কার ছাড়া অন্য পাঁচ সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে ঐকমত্যে পৌঁছতে ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
দ্বিতীয় ধাপে পাঁচটি কমিশন গঠন করা হয় গত ১৮ নভেম্বর। তখন ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে কমিশনগুলোর মেয়াদ দেড়মাস করে বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছিল।
এখন আবার এক মাস বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছে।
গণমাধ্যম সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আর স্থানীয় সরকার সংস্কার কমিশনের সারসংক্ষেপ জমা দেওয়া হয়েছে। বাকি তিনটি সংস্কার কমিশন এখনো প্রতিবেদন জমা দেয়নি।