অন্তর্বর্তী সরকার একই সঙ্গে কমিশনের দুই সদস্যও নিয়োগ দিয়েছে।
Published : 02 Oct 2024, 09:08 PM
আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি জিনাত আরা; যিনি কমিশনের প্রথম নারী চেয়ারম্যান হচ্ছেন।
অন্তর্বর্তী সরকার একই সঙ্গে কমিশনের দুই সদস্যও নিয়োগ দিয়েছে। হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামিম হাসনাইন এবং অধ্যাপক ড. নাঈমা হককে সদস্য করা হয়েছে।
চেয়ারম্যান ও সদস্যদের তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
আপিল বিভাগের দ্বিতীয় নারী বিচারপতি ছিলেন জিনাত আরা। তিনি কমিশনে সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের স্থলাভিষিক্ত হবেন। সরকারের পালাবাদলের পর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক পদত্যাগ করেন। গত ১৩ অগাস্ট তার পদত্যাগপত্র গ্রহণের প্রজ্ঞাপন জারি করা হয়।
সেই থেকে আইন কমিশনের প্রধানের পদ শূন্য ছিল, যে পদে বুধবার সরকার বেছে নিল সাবেক বিচারপতি জিনাত আরাকে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ পৃথক প্রজ্ঞাপনে চেয়ারম্যানের পাশাপাশি এই তিনজনের নিয়োগের কথা জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়, আইন কমিশন আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৯ নম্বর আইন) এর ধারা ৫ এর উপ-ধারা (১) ও (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, সাবেক বিচারপতি জিনাত আরাকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে।
“উক্ত পদে থাকাকালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি পাবেন।”
১৯৭৬ সালে ‘ল রিফর্ম কমিটি’ হিসেবে কাজ শুরু করা অস্থায়ী আইন কমিশন ১৯৯৬ সালে আইন পাসের পর স্থায়ী কমিশনে পরিণত হয়। শুরুর সেই সময় থেকে এবার প্রথম নারী চেয়ারম্যান পেতে যাচ্ছে এ কমিশন।
জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করা আইনের শিক্ষার্থী জিনাত আরা বাংলাদেশের তৃতীয় নারী বিচারপতি হিসেবে ২০০৩ সালের ২৭ এপ্রিল হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি স্থায়ী হন।
এরপর ২০১৮ সালের অক্টোববে তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। বিচারপতি নাজমুন আরা সুলতানার পর আপিল বিভাগে তিনি ছিলেন বাংলাদেশের দ্বিতীয় বিচারপতি। জিনাত আরা অবসরে যান ২০২০ সালের ১৪ মার্চ।
প্রয়াত এইচএমআর সিদ্দিকী ও প্রয়াত বেগম আয়েশা সিদ্দিকীর মেয়ে জিনাত আরার জন্ম ১৯৫৩ সালের ১৫ মার্চ। আইন বিষয়ে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন স্কুল ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট কোর্স করেন।
আইনের ছাত্রী জিনাত আরা ১৯৭৮ সালের ৩ নভেম্বর বিচার বিভাগে মুনসেফ হিসেবে চাকরি শুরু করেন। তিনি এরপর ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান।