সবচেয়ে বেশি, ২৫ জন পুলিশ মারা গেছেন ৫ অগাস্ট, শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার দিনে।
Published : 18 Aug 2024, 10:31 PM
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন ঘিরে সহিংসতায় ৪৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন, এর মধ্যে কনস্টেবলই ২১ জন।
রোববার পুলিশ সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়, গত ২১ জুলাই থেকে ১৪ অগাস্টের মধ্যে এসব পুলিশ সদস্য মারা গেছেন।
সবচেয়ে বেশি, ২৫ জন পুলিশ মারা গেছেন ৫ অগাস্ট, শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার দিনে।
আর আগের দিন ৪ অগাস্ট মারা গেছেন ১৪ জন।
নিহতদের মধ্যে ১১ জন এসআই, ৮ জন এএসআই ৮ জন, ৩ জন পরিদর্শক ও একজন নায়েক রয়েছেন।
আর একক থানা হিসেবে সবচেয়ে বেশি ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগের প্রথম দিন ৪ অগাস্ট হামলা হয় এনায়েতপুর থানায়। সে সময় অবশ্য ১৩ পুলিশ সদস্যকে হত্যার খবর পাওয়া গিয়েছিল।
আন্দোলনের মধ্যে জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহে কয়েকশ মানুষের প্রাণহানির তথ্য আসে। শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ১৬৫ জন মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। তাদের মধ্যে ৭৬ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বাকি ৮৯ জন চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে মারা গেছেন।
১৬ জুলাই থেকে ১১ অগাস্টের মধ্যে সহিংসতায় বাংলাদেশে অন্তত ৬৫০ জনের মৃত্যু হয়েছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়-ইউএনএইচসিআর।
অগাস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারবিরোধী থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়।
৫ অগাস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান।
এরপর বিভিন্ন থানা, আওয়ামী লীগের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়ি, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়।