রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছিল আসলামের।
Published : 23 Aug 2024, 04:43 PM
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
আসলাম ভূঁইয়া নামের নামের ৫৫ বছর বয়সী ওই কয়েদি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ধরিকান্দি সরকার পাড়া গ্রামের ওয়াজ উদ্দিন ভূঁইয়ার ছেলে। রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছিল তার।
বাচ্চু মিয়া বলেন, “কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় আসলামকে কয়েকজন কারারক্ষী সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই কয়েদির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এরপর কারা কর্তৃপক্ষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানান বাচ্চু মিয়া।