২৮ নভেম্বর পর্যন্ত সরকারি মাধ্যমে ৪ হাজার ৩৬৯ জন আর বেসরকারি মাধ্যমে ৩৬ হাজার ৭৪০ জন প্রাথমিক নিবন্ধন করেছেন।
Published : 28 Nov 2024, 09:44 PM
আগামী বছরের হজের জন্য ‘প্রাথমিক নিবন্ধনের’ সময় শেষ হওয়ার দুই দিন আগ পর্যন্ত ৪২ হাজারেরও কম মানুষ আগ্রহ দেখানোর পর আগের অবস্থান থেকে সরে নাম তালিকাভুক্তির সময় অর্ধ মাস বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগের সিদ্ধান্ত ছিল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই প্রাথমিক নিবন্ধন চলবে- এখন জানানো হয়েছে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নাম তালিকাভুক্ত করা যাবে। অর্থাৎ ১৫ দিন সময় বাড়ানো হয়েছে।
১৫ ডিসেম্বরের পর ‘আর কোনো সময় বাড়ানো হবে না’ এ কথা উল্লেখ করে এবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে ৩ লাখ টাকা জমা দিয়ে এই ‘প্রাথমিক নিবন্ধন’ করা যাবে।
বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে ৩০ হাজার টাকা ফি পরিশোধ করে ‘প্রাক নিবন্ধন’ করতে হয়। এরপর নির্দিষ্ট সময়ে ৩ লাখ টাকা দিয়ে সারতে হয় ‘প্রাথমিক নিবন্ধন’। আর হজের প্যাকেজ ঘোষণা হলে বাকি টাকা পরিশোধ করে ‘নিবন্ধন’ করা যায়।
হজের প্রাক নিবন্ধন যে কোনো সময় করা যায়। তবে প্রাথমিক নিবন্ধন করা হয় আগের বছর। এবার প্রাথমিক নিবন্ধনের সময় নিয়ে এবার একাধিক সিদ্ধান্ত এসেছে।
গত ২৫ অগাস্ট ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, আগামী বছরের হজের জন্য ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন করতে হবে। পরে ওই সময়সীমা কমিয়ে ২৩ অক্টোবর করা হয়। তবে ২৪ অক্টোবর মন্ত্রণালয় জানায়, সময়সীমা ৩০ নভেম্বরই বহাল রাখা হয়েছে।
৩০ অক্টোবর হজের প্যাকেজ ঘোষণা করে ধর্ম উপদেষ্টা বলেন, “এতদিন হজ প্যাকেজ না থাকায় অনেকে নিয়ত করলেও নিবন্ধন করেননি। এবার দ্রুত করে ফেলুন। ৩০ নভেম্বরের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।”
এই অবস্থান থেকে যে মন্ত্রণালয় আর সরবে না, সেটি গত গত ১৪ নভেম্বরও নিশ্চিত করা হয়। সেদিন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে এ সংক্রান্ত একটি চিঠিতে বলা হয়, ৩০ নভেম্বরের মধ্যেই প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে। এই সময় বাড়বে না।
সময় কেন বাড়ানো হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো কিছু উল্লেখ করা হয়নি। তবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায়, ২৮ নভেম্বর পর্যন্ত সরকারি মাধ্যমে ৪ হাজার ৩৬৯ জন আর বেসরকারি মাধ্যমে ৩৬ হাজার ৭৪০ জন প্রাথমিক নিবন্ধন করেছেন। অথচ এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।
প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনটি নির্বাচন করা যাবে। হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না।
আগামী বছর যারা সরকারিভাবে হজে যেতে চান, তাদের জন্য গত ৩০ অক্টোবর দুটি প্যাকেজ ঘোষণা করেছে মন্ত্রণালয়।
সাধারণ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের দিতে হবে সর্বনিম্ন খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
এবার খাবারের খরচ হজ প্যাকেজে ধরা হয়নি। সেই হিসেবে আরও ৪০ হাজার টাকা খাবারের জন্য সঙ্গে নিতে হবে। কোরবানি বাবদ ৭৫০ সৌদি রিয়ালও আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে।
প্যাকেজ-১ এ খরচ কমানো হলেও মক্কা ও মদিনা থেকে অনেকটাই দূরে আবাসনের ব্যবস্থা হয়েছে।
গত ৬ নভেম্বর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের জন্য ‘সাধারণ’ ও ‘বিশেষ’- দুটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সির মালিকরা।
খাবার খরচ যুক্ত করে বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষিত সাধারণ হজ প্যাকেজে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা।
বেসরকারি হজ প্যাকেজে শুধু কোরবানি বাবদ ৭৫০ রিয়ালের সমপরিমাণ অর্থ সঙ্গে নিতে হবে।
মন্ত্রণালয়ের চিঠি, হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা ৩০ নভেম্বরই থাকছে
হজ: প্রাথমিক নিবন্ধনের সময়সীমা ৩০ নভেম্বরই
হজের নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না: ধর্ম উপদেষ্টা
হজ: প্রাথমিক নিবন্ধনের সময় এগিয়ে আনল সরকার