“এতদিন হজ প্যাকেজ না থাকায় অনেকে নিয়ত করলেও নিবন্ধন করেননি। এবার দ্রুত করে ফেলুন,” বলেন উপদেষ্টা।
Published : 30 Oct 2024, 06:49 PM
আগামী বছর হজ পালনের জন্য নিবন্ধনের সময়সীমা ৩০ নভেম্বরের পর আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেছেন, “এতদিন হজ প্যাকেজ না থাকায় অনেকে নিয়ত করলেও নিবন্ধন করেননি। এবার দ্রুত করে ফেলুন। ৩০ নভেম্বরের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।”
বুধবার বিকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এবারের হজ প্যাকেজ ঘোষণার সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা।
২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ নামে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে । সাধারণ হজ প্যাকেজ-১ এর খরচ হবে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, অন্য প্যাকেজের খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ধর্ম উপদেষ্টা বলেন, “বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বর্তমানে এদেশের জনসংখ্যার প্রায় ৯৩ শতাংশ মুসলমান। হজযাত্রী প্রেরণের সংখ্যা বিবেচনায় বিশ্বে আমাদের অবস্থান চতুর্থ।
“অনেকদিন ধরে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন প্ল্যাটফর্মে হজ প্যাকেজ মূল্য কমানোর বিষয়ে দাবি জানিয়ে আসছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এদেশের মুসলিম জনগোষ্ঠীর এ দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হজের সাথে সংশ্লিষ্ট অংশীজনের সাথে বেশ কয়েক দফা সভা করেছে।”
তিনি বলেন, “ধর্ম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল অতি সম্প্রতি সৌদি আরব সফর করেছে। এ সফরে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় সভা করা হয়েছে এবং হজ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদানকারী কোম্পানির সাথেও মতবিনিময় করা হয়েছে।
“এছাড়া, মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন উপযোগী হোটেল পরিদর্শন করা হয়েছে। আজ সকালে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভাও করা হয়েছে।”
ধর্ম উপদেষ্টা আরো বলেন, “সকল অংশীজনের মতামত, বিভিন্ন খাতে খরচের চুলচেরা বিশ্লেষণ ও সম্ভাব্য সকল ধরনের ব্যয় বাস্তবভিত্তিক ও যৌক্তিকীকরণের মাধ্যমে এবছরের হজের প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।
“হজের প্যাকেজ নির্ধারণের ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোন ঘাটতি ছিলো না, চেষ্টার কোনো কমতি ছিল না।”
এ বছর বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এছাড়া সাধারণ হজ প্যাকেজ ঘোষণার পাশাপাশি এজেন্সিগুলোকে একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করার সুযোগ দেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সনের ৫ জুন হজ হবে। এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত মোট ২ হাজার ৭৪৩ জন সরকারিভাবে হজ করতে এবং ৬ হাজার ৭৭৮ জন বেসরকারিভাবে হজ করতে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন সেরেছেন।
এছাড়া আরো ১৯৫৩ জন সরকারিভাবে হজ করতে এবং ৬৪ হাজার ৬৪৫ জন বেসরকারিভাবে হজ করতে প্রাক নিবন্ধন করেছেন।
পুরনো খবর