কামাল আহমেদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে ২৯৬ কোটি ৩ লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
Published : 11 Feb 2025, 06:14 PM
জুলাই-অগাস্টের গণআন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পাশাপাশি কামালের সম্পদ বিবরণী দাখিলে নোটিশও জারি করা হয়েছে বলে মঙ্গলবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন তথ্য দিয়েছেন।
তিনি বলেন, ঢাকা-১৫ আসনের সাবেক এমপি কামালের বিরুদ্ধে ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে, যা তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জন করেছেন।
তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
দ্বিতীয় মামলাটিতে কামালসহ তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আসামি করা হয়েছে। এজাহারে শাহেদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে’ ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
অপরদিকে কামাল মজুমদারের স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি বা ব্যাংক হিসাবের অস্তিত্ব না পাওয়ার তথ্য দিয়ে দুদক বলছে, তার নামে বা বেনামে সম্পদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে শাহিদা কামালের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের ১৯ অক্টোবর কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় তিনি আসামি।
২০২৪ সালের অগাস্টে ক্ষমতার পটপরিবর্তনের পরেই তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
আরও পড়ুন-
চকলেট চাইলেন কামাল মজুমদার, পলকের আইনজীবীর প্রশ্ন, 'আর কত রিমান্ড
হাতকড়া কি বীর মুক্তিযোদ্ধার অলঙ্কার? শুনানিতে কামাল মজুমদার