এদিন পরীক্ষা চলাকালে ৯৩ জন বহিষ্কারও হয়েছেন।
Published : 17 Apr 2025, 11:19 PM
এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিন বৃহস্পতিবার সারা দেশে ২৭ হাজার ৯০৫ শিক্ষার্থী পরীক্ষায় বসেনি।
এদিন এসএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলে গণিত এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে আরবি-২ বিষয়ের পরীক্ষা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বৃহস্পতিবার ১৬ লাখ ৩৯ হাজার ২০২ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও ১৬ লাখ ১১ হাজার ২৯৭ জন উপস্থিত ছিলেন। এদিন পরীক্ষার সময়ে ৯৩ জন বহিষ্কারও হয়েছেন।
দেশের ৩ হাজার ৭০৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা হয়েছে।
এবার এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। ১৫ থেকে ২২ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত, আর ১৪ থেকে ১৮ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।
এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষাও ১৩ মে ইংরেজি-২ পরীক্ষা দিয়ে শেষ হবে। ১৩ থেকে ২২ মে ব্যবহারিক পরীক্ষা এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।