সরকার পালাবদলের পর অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়েন।
Published : 19 Mar 2025, 07:00 PM
দীর্ঘদিন ক্যান্সারে ভুগে চলে গেলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।
অস্ট্রেলিয়ার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে বুধবার ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা একজন ক্লিন ইমেজের শিক্ষাবিদকে হারালাম। তার মৃত্যু আমাদের জন্য পূরণীয় ক্ষতি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন গভীরভাবে শোকার্ত। উনার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
অধ্যাপক শহীদুল্লাহ ২০২২ সালে পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত হন। ২০২৩ সালের অগাস্ট থেকে তিনি অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন ছিলেন।
অভ্যুত্থানে সরকার পালাবদলের পর অসুস্থতার কারণ দেখিয়ে তিনি অস্ট্রেলিয়া থেকেই ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
ইউজিসির ত্রয়োদশ চেয়ারম্যান হিসেবে ২০১৯ সালের ২৬ মে দায়িত্ব নেন কাজী শহীদুল্লাহ। ২০২৪ সালের ২৮ মে দ্বিতীয় মেয়াদে তিনি ওই দায়িত্ব পান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে প্রভাষক হিসাবে শিক্ষকতা শুরু করেন তিনি। ইতিহাস বিভাগের প্রধান, কলা অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যও হয়েছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
পুরনো খবর-
ইউজিসির নতুন চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ