কেউ তার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনায় না নিতে অনুরোধ করেছেন নাহিদ।
Published : 02 Jan 2025, 11:33 PM
নাম ভাঙিয়ে তদবির বা সই নকল করে জালিয়াতি রোধে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের চিঠি পাঠিয়েছেন।
বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, আধা-সরকারি ওই পত্রে উপদেষ্টা বলেছেন, তার সই নকল করে বিভিন্ন দপ্তরে সুপারিশসহ আবেদন করা হচ্ছে। বিষয়টি তার নজরে এসেছে।
কেউ তার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনায় না নিতে অনুরোধ করেছেন উপদেষ্টা নাহিদ।
সেরকম কোনো তদবির বা সই নকল করা হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) র. হ. ম. আলাওল কবিরকে জানাতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।
সেখানে আরও বলা হয়, সম্প্রতি ব্যক্তিগত স্বার্থ ও অবৈধ সুবিধা নিতে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী উপদেষ্টা নাহিদ ইসলামের আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে তার সুনাম নষ্ট হচ্ছে। জনগণের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। রাষ্ট্র সংস্কারের বিশাল কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করেছেন উপদেষ্টা।