১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েবসাইটে স্থির চিত্র এবং ভিডিও আপলোড করা যাবে বলেও বলা হয়েছে পুলিশ সদর দপ্তরের বার্তায়।
Published : 09 Feb 2025, 06:51 PM
গেল বছরের জুলাই-অগাস্টে গণ-আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর ‘সহিংস ঘটনার’ স্থির চিত্র ও ভিডিও চেয়েছে পুলিশ সদর দপ্তর।
রোববার ‘আন্দোলনের ছবি’ নামের একটি ওয়েবসাইটের ঠিকানা দিয়ে সেখানে ছবি ও ভিডিও দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ সদর দপ্তর বলছে, “ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার ‘তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের’ লক্ষ্যেই এমন উদ্যোগ।”
বার্তায় বলা হয়, “গত ১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন অথবা ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।”
১১ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েবসাইটে ছবি এবং ভিডিও আপলোড করা যাবে বলেও বলা হয়েছে বার্তায়।
সাইটটিতে একটি মোবাইল নম্বর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং দিনে সর্বোচ্চ পাঁচটি ছবি ও ভিডিও আপলোড করা যাবে।
প্রতিটি ফাইল আপলোডের আগে যিনি পাঠাবেন তার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে এবং আপলোড করা ফাইল মোবাইল নম্বর দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে (লগ-ইন) করে দেখা যাবে।