জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য কাজ করে যাচ্ছিলেন ৭১ বছর বয়সী এ বিজ্ঞানী।
Published : 29 Oct 2023, 08:46 AM
প্রখ্যাত বাংলাদেশি জলবায়ু বিজ্ঞানী, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) পরিচালক অধ্যাপক সালিমুল হক আর নেই। তার বয়স হয়েছিল ৭১ বছর।
রোববার গভীর রাতে ঢাকায় তার মৃত্যু হয় বলে তার ছেলে সাকিব হক এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য কাজ করে যাচ্ছিলেন সালিমুল হক। তিনি জাতিসংঘের সংস্থা ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইঞ্জ (আইপিসিসি) এর সাথেও যুক্ত ছিলেন।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর অধ্যাপক ড. সালিমুল হক গত অগাস্টে জাতিসংঘের নবগঠিত বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডে বাহ্যিক সদস্য হিসেবে নিয়োগ পান।
আইইউবিতে সালিমুল হকের সহকর্মী, এনভায়রমেন্টাল সায়েন্সের অধ্যাপক আব্দুল খালেক বলেন, “তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। বেশিরভাগ সময় ইংল্যান্ডে থাকলেও এবার ঢাকাতেও চিকিৎসা নিচ্ছিলেন। দুয়েক দিন ধরে অসুস্থতা বেড়েছিল। গতকাল রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসায় তার মৃত্যু হয়।”
এ বিজ্ঞানীর মৃত্যুর খবরে শোক প্রকাশ করে আইসিসিসিএডি রোববার তাদের ফেইসবুক পেইজে লিখেছে, “অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমাদের পরিচালক অধ্যাপক সালিমুল হকের মৃত্যুর খবর জানাচ্ছি। তিনি এমন একজন স্বপ্নদর্শী নেতা, যিনি শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের মশাল বহনকারী ছিলেন না, বরং সমগ্র বিশ্ব সম্প্রদায়ের জন্য তার অতুলনীয় উত্তারাধিকার আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”
লন্ডনের ইমপেরিয়াল কলেজ থেকে ১৯৭৫ সালে স্নাতক করেন সালিমুল। ১৯৭৯ সালে একই কলেজ থেকে তিনি ‘উদ্ভিদ বিজ্ঞান’ নিয়ে পিএইচডি করেন।
২০০১ সাল থেকে ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট’ (আইআইইডি) এর ‘ক্লাইমেট চেইঞ্জ প্রোগ্রাম’ এর যুক্ত ছিলেন সালিমুল হক। তিনি ছিলেন ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) এর উপদেষ্টাদের একজন।
২০২১ সালে বিশ্বের প্রভাবশালী সহস্র জলবায়ু বিজ্ঞানীদের তালিকায় স্থান পান সালিমুল হক। ২০২২ সালে যুক্তরাজ্য সরকার তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) খেতাবে ভূষিত করে।
স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন সালিমুল হক।
ছেলে সাকিব হক জানান, রোববার বিকাল সোয়া ৪টায় গুলশান সোসাইটি জামে মসজিদে তার বাবার জানাজা হবে।
পরে বনানী কবরস্থানে দাফন করা হবে বাংলাদেশের এই জলবায়ু বিজ্ঞানীকে।
পুরনো খবর