ঢাকা মহানগর হাকিম শরীফুর রহমান এ আদেশ দেন।
Published : 11 Dec 2024, 11:27 AM
আন্দোলনের সময় হত্যা ও আগের একটি হামলার ঘটনায় রাজধানীর কয়েকটি থানায় করা পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ফারুক খান, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তাদের আবেদনে ঢাকা মহানগর হাকিম শরীফুর রহমান বুধবার এ আদেশ দেন।
এদিন তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আবেদন মঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। পাশাপাশি তাদের জামিন শুনানি আমলী আদালতে হবে বলে জানায়।
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো বাকিরা হলেন- সাবেক সংসদ সদস্য-এমপি শাহজাহান ওমর ও গোলাম কিবরিয়া টিটু, শমসের মবিন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই কাফরুল থানাধীন মিরপুর নিউ মডেল কলেজের সামনে রাব্বি মাতবর হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে।
কাফরুল থানাধীন পুলিশ স্টাফ কলেজের বিপরীতে ৫ আগস্ট আব্দুল হান্নান হত্যার ঘটনায় করা মামলায়ও সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
যাত্রাবাড়ী এলাকায় নাসির হোসেন হত্যা মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। গত ২০ জুলাই গুলিতে আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ অগাস্ট তার মৃত্যু হয়।
এ ঘটনায় নাসিরের বাবা রফিকুল ইসলাম ১০ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার এজাহারে আনিসুল হকের নাম আছে।
১৮ জুলাই রাজধানীর বনানী থানাধীন মহাখালী কাঁচাবাজার এলাকায় গুলি করে মির্জা এম আই মওদুদকে হত্যাচেষ্টার মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারে আসামির তালিকায় তার নাম ৩ নম্বরে রয়েছে।
যাত্রাবাড়ী থানার সামনে গত ৫ আগস্ট পারভেজ মিয়া হত্যা মামলায় শমসের মুবিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৯ অক্টোবর করা এ মামলার এজাহারে তার নাম ৩ নম্বরে রয়েছে।
রাজধানীর মতিঝিল এলাকায় ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের প্রচারণা করাকালীন বিএনপি নেতা মির্জা আব্বাসের কর্মীদের উপর হামলার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী ফারুক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৬ আগস্ট বিএনপির এক কর্মী বাদী হয়ে এ মামলাটি করেন।
নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সচিব মহিবুল হক ও পিপলস পার্টির বাবুল সরদারেকে। ১৯ জুলাই নিউমার্কেটের ১ নম্বর ফটকের সামনে গুলিতে নিহত হন ওয়াদুদ।
২১ অগাস্ট তার ভাগনি জামাই আব্দুর রহমান নিউমার্কেট থানায় এ মামলা করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর হাতিরঝিল এলাকায় আল আমিন হত্যার ঘটনায় ৫ আগস্ট করা মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি গোলাম কিবরিয়া টিটুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ১৫ জুলাই টিভি সেন্টারের বিপরীতে মোল্লা টাওয়ারের সামনে আল-আমিন গুলিবিদ্ধ হন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট তার মৃত্যু হয়।