গত সোমবার বিকালে ওসি হাসানকে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়।
Published : 19 Sep 2024, 12:44 PM
শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান।
এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম। রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।
শুনানিতে রিমান্ড আবেদন পাঠ করেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
তিনি বলেন, “এই আসামি যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকালে কোটাবিরোধী আন্দোলন দমনের দায়িত্বে ছিলেন। এই হত্যাকাণ্ডের বিষয়ে তার কাছে বহু তথ্য আছে।
“তদন্তের স্বার্থে আসামি আবুল হাসানকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি, যাতে পলাতক আসামিদের অবস্থান ও মামলার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। তাই আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করছি।“
আসামির আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, “আবুল হাসান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। তিনি তাই করেছেন।”
এরপর বিচারক আরিফুর রহমান বলেন, “জানমালের নিরাপত্তা দেওয়া তার (ওসি হাসান) দায়িত্ব ছিল। কিন্তু বহু মানুষকে হত্যা করা হয়েছে। পুলিশের আশেপাশে যেসব বহিরগতরা আক্রমণ করেছে, তাদেরকে কেন পুলিশ প্রতিহত করেনি, সেটারওতো একটা ব্যাখ্যা আছে। এসব বিষয়ে আপনার কোনো ব্যাখ্যা থাকলে আদালতে উপস্থাপন করেন।“
আইনজীবী শাহীন বলেন, “সাবেক পুলিশ কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনেছেন।”
বিচারক বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা কতদূর পর্যন্ত পালন করা হবে- তারও একটা মাত্রা আছে। পুলিশেরওতো একটা নিজস্ব বিবেক আছে।”
মামলার অভিযোগে বলা হয়েছে, কোটাবিরোধী আন্দোলনের সময় গত ১৮ জুলাই বিকালে যাত্রাবাড়ী থানার কাজলা বিশ্ব রোড এলাকায় আন্দোলনকারীদের শান্তিপূর্ণ সমাবেশের ওপর হামলা চালানো হয়।
ওই সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সমাবেশে এলোপাথাড়ি হামলা চালায়। একই সঙ্গে সমাবেশে পুলিশও হামলা করে। ওই হামলার ঘটনায় শিক্ষার্থী মো. সাকিব হাসান নিহত হন।
এ ঘটনায় মো. আবু বক্কর বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আবুল হাসানকে ৯৩ নম্বর আসামি করা হয়।
এর আগে সোমবার বিকালে ওসি হাসানকে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়।