Published : 19 Feb 2025, 04:02 PM
ইমাম এবং মুয়াজ্জিনদের কল্যাণে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
পাশাপাশি ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য পে-স্কেল ঘোষণার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট্রের আওতায় ঢাকা জেলার সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
উপদেষ্টা বলেছেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এ সরকারের অগ্রাধিকার। সন্ত্রাস দমন ও সামাজিক সমস্যা নিরসনে আলেমরাই জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে।”
সমাজ সংস্কারে দেশের আলেম সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে বলেও অভিমত জানান আ ফ ম খালিদ।
অনুষ্ঠানে ঢাকা জেলার ২৯৫ জনকে পাঁচ হাজার টাকা হারে ১৪ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি অর্থ বছরে অসহায় ইমামদের দুই কোটি ৩১ লাখ টাকার অর্থ সহায়তা দিচ্ছে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট।
অনুদান হিসেবে চার হাজার ৬২০ জনকে পাঁচ হাজার টাকা হারে অনুদান এবং ৬০০ জন ইমাম-মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ হিসেবে ১ কোটি ৮০ লাখ টাকা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।
এছাড়া ঢাকা জেলার সাতজন উদ্যোক্তাকে ২০ হাজার টাকা হারে এক লাখ ৪০ হাজার টাকা, সাতজন সাধারণ উদ্যোক্তাকে ৩০ হাজার টাকা হারে লাখ লাখ ১০ হাজার টাকা এবং সাতজন বিশেষ উদ্যোক্তাকে ৪০ হাজার টাকা হারে দুই লাখ ৮০ হাজার টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে।