মঙ্গলবার সকাল পর্যন্ত ১০৩টি ফোন কল এসেছে, এর মধ্যে প্রাসঙ্গিক নয় এমন ৬২টি কল ছিল, বলেছে পুলিশ।
Published : 11 Mar 2025, 10:17 PM
সাম্প্রতিক সময়ে শিশু-নারী ধর্ষণ, হেনস্তাসহ নানা ঘটনায় জরুরি সহায়তা দিতে পুলিশের চালু করা হটলাইন নম্বরে অর্ধেকের বেশি অপ্রাসঙ্গিক ফোন কল আসছে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।
পুলিশ সদর দপ্তর বলেছে, হটলাইন চালুর ২৪ ঘণ্টার আগেই মঙ্গলবার সকাল পর্যন্ত ১০৩টি ফোন কল এসেছে, এর মধ্যে প্রাসঙ্গিক নয় এমন ৬২টি কল ছিল।
মাগুরায় এক শিশু ধর্ষণের ঘটনার পর থেকে ধর্ষণ-নিপীড়ন নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার মধ্যে সোমবার বিকাল ৪টা থেকে পুলিশ হটলাইন সেবা চালু করেছে।
নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্তা ও যৌন হয়রানির বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে এই হটলাইন সেবা চালু করা হয়েছে।
দেশের যেকোনো স্থানে ঘটনা ঘটলে হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে। ২৪ ঘণ্টা সেগুলো চালু থাকবে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী নির্যাতন প্রতিরোধে এই হটলাইন সবা চালু হলেও নম্বরগুলোতে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক কল আসছে। কারো টেলিফোন নম্বর, বেসরকারি হাসপাতালের চিকিৎসকের নাম ও মোবাইল ফোন নম্বর জানতে চেয়েও ফোন এসেছে।
বিজপ্তিতে বলা হয়েছে, “হটলাইনে প্রাপ্ত অভিযোগের যেসকল ক্ষেত্রে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসারকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
“যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।”
আবারো হটলাইন (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) নম্বর দিয়ে এসব নম্বরে অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।