বন্ধের এ সময়টুকুতে কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
Published : 25 May 2024, 08:14 PM
বৈদ্যুতিক গোলযোগের সমাধান হলে সোয়া এক ঘণ্টা পর চালু হয়েছে মেট্রোরেল।
শনিবার সন্ধ্যায় বন্ধের এ সময়টুকুতে কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে রাত সোয়া ৮টায় ট্রেন চালু হলে অপেক্ষায় থাকায় যাত্রীরা গন্তব্যের পথে রওনা দিতে পেরেছেন।
এদিক সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
এমআরটি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমস্যা সমাধান করে রাত সোয়া ৮টায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।”
বৈদ্যুতিক বিভ্রাটের কারণে মেট্রোরেল হঠাৎ বন্ধ হয়ে গেলে সচিবালয় ও উত্তরা উত্তর স্টেশনসহ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে থাকে।
এর আগে ক্রুটি সারানোর কাজ চলছে জানিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মেট্রোরেলের বিজয় সরণি স্টেশনের বাইরে অবস্থানরত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন প্রতিবেদক বলেন, মেট্রোরেল বন্ধ থাকায় নতুন করে যাত্রীদের স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
কেন্দ্রীয় সার্ভারে জটিলতার কারণে সন্ধ্যা ৭টা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকার কথা জানিয়ে এমআরটি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জেনেছি সেন্ট্রাল সার্ভারে জটিলতার কারণে যেখানে যেখানে মেট্রোরেল আছে সবখানে আটকে আছে। তারা চেষ্টা করছে বলে আমাদের জানিয়েছেন। অল্প সময়ের মধ্যে সমাধান হবে।”
তিনি বলেন, উত্তরা উত্তর স্টেশন ও বাংলাদেশ সচিবালয়সহ কয়েকটি স্টেশনে চলাচলরত ট্রেন থেমে রয়েছে। যাত্রীদের মধ্যে অনেকে গন্তব্যে যেতে ট্রেনের মধ্যে রয়েছেন। কেউ চাইলে তাকে ট্রেন থেকে নামতে সহায়তা করা হচ্ছে।