‘প্রাথমিক পর্যালোচনায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে বেশ কয়েকজন চাকরি পেয়েছেন’ বলে প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছে দুদক।
Published : 07 Apr 2025, 09:26 PM
আটত্রিশ থেকে ৪৩তম বিসিএসে বিভিন্ন সরকারি দপ্তরে ক্যাডার ও নন-ক্যাডার পদে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের এনফোর্সমেন্ট টিম সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয় থেকে এই তালিকা সংগ্রহ করে।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে নবম বিসিএস থেকে বর্তমান সময় পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি পেয়েছেন, সেগুলোর সঠিকতা যাচাই করতেও তালিকা সংগ্রহ করা হয়েছে।
‘প্রাথমিক পর্যালোচনায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে বেশ কয়েকজন চাকরি পেয়েছেন’ বলে প্রতীয়মান হয়েছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে সংগ্রহ করা তথ্য পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে।