ঢাকার মহানগর হাকিম মো: সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে সোমবার এ আদেশ দেন।
Published : 27 Jan 2025, 11:45 AM
রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম মো: সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে সোমবার এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।
সকালে সালমানকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আদালতে তোলার পর সালমানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক মোজাহিদুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, “বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় ঘটনাস্থলেই মারা যান মো. আমিন।"
এ ঘটনার আমিনের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯৯ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি হলেন সালমান।
সালমান, আনিসুল, পলক, ইনুসহ ১২ জন আরও মামলায় গ্রেপ্তার
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন থানার বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার সকালে শুনানি নিয়ে মহানগর হাকিম সাইফুজ্জামান এ আদেশ দেন।
গ্রেপ্তার দেখানোদের মধ্যে অন্যরা হলেন-সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দেশ টিভির ব্যাবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, পল্লবী থানার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) এডভোকেট ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঢাকার বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তারা।
এ সময় পিপি ওমর ফারুক ফারকী গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক আদেশ দেন।
মামলাগুলোর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানার ৩টি ও সুত্রাপুর থানার ১টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার ২টি মামলায় সালমান এফ রহমানকে এবং যাত্রাবাড়ী থানার ১টি মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে যাত্রাবাড়ী থানার ৩ মামলায়; এছাড়া যাত্রাবাড়ী থানার ১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকেও।
মিরপুর মডেল থানার ১টি মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, মিরপুর থানার ১টি মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কোতোয়ালি থানার ১টি মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, মিরপুর থানার ১টি মামলায় সাংবাদিক ফারজানা রুপা, মিরপুর থানার ১টি মামলায় সাংবাদিব শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
আর কাফরুল থানার ১টি মামলায় সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, হাতিরঝিল থানার ১টি মামলায় পল্লবী থানার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেককে গ্রেপ্তার দেখানো হয়।