Published : 12 Apr 2025, 10:54 PM
জুলাই আন্দোলনের সময় রাজধানীর রমনায় গুলি করে গৃহকর্মী লিজা আক্তারকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজকে (৫৯) কারাগারে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে শনিবার আদালতে তুলে সাত দিনের রিমান্ড চায় মামলার তদন্ত সংস্থা সিআইডি।
আদালতে রমনা মডেল থানার প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত হোসেন বলেন, মামলার মূল নথি ছিল না। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাকে কারাগারে পাঠিয়েছেন। রিমান্ডের শুনানি হবে ১৬ এপ্রিল।
আদালতে নবী নেওয়াজের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
গত শুক্রবার রাজধানী থেকে গ্রেপ্তার হন নবী নেওয়াজ, যিনি আওয়ামী লীগের হয়ে ২০১৪ সালের নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই রমনা থানা এলাকায় গৃহকর্মী লিজা আক্তার গুলিতে আহত হন। ২২ জুলাই হাসপাতালে মৃত্যু হয় তার।
এ ঘটনায় ৫ সেপ্টেম্বর লিজার বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আসামির তালিকায় নবী নেওয়াজের নামও আছে।