“আমাদের দাবি একটাই, ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক,” বলেন এক আন্দোলনকারী।
Published : 06 Apr 2025, 01:20 PM
ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত হওয়া বিডিআর সদস্যরা।
রোববার সকাল সাড়ে ১০টার পর পিলখানার সামনের এলাকায় বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা জড়ো হতে থাকেন। পরে সব মিলিয়ে অন্তত তিন শতাধিক ব্যক্তি সেখানে অবস্থান নেন।
আর এই অবস্থান ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্য।
ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু বলেন, “তারা গেইটের বিপরীত পাশে লেকের দিকে সড়কের ফুটপাতে অবস্থান করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
তারেক আজিজ নামে চাকরিচ্যুত এক সদস্য বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি৷ আমরা কোনো বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি।
“আমাদের দাবি একটাই, ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।”