Published : 26 Sep 2024, 08:08 PM
প্রতারণার মামলায় জামিন পেয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।
বৃহস্পতিবার হাজার টাকার মুচলেকায় আপসের শর্তে তার জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম রাগীব নূর।
শুনানির সময় বাদী রাজীব কায়সার আদালতে উপস্থিত হয়ে মামলার আপসের কথা বলেন এবং আসামির জামিনে ‘আপত্তি নেই’ বলে জানান।
বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে এম এ আউয়ালের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপ-পরিদর্শক সুলতানউদ্দিন খান। রিমান্ডের বিরোধিতা করে করে জামিনের আবেদন করেন আউয়ারের আইনজীবী।
মামলার বাদী রাজীব কায়সার আদালতে উপস্থিত হয়ে বলেন, তাদের মধ্যে আপস হয়েছে; আউয়ালকে জামিন দিলে তার কোনো আপত্তি নেই।
মামলার এজাহার থেকে জানা যায়, এম এ আউয়াল ও তার প্রতিষ্ঠান হাভেলি প্রপাটি ডেভেলপার লিমিটেড থেকে ২৬ লাখ টাকা দামের একখণ্ড জমি কেনার জন্য রাজীব কায়সার চুক্তিবদ্ধ হন। মিরপুর রেজিস্ট্রি অফিসে জমিটি রেজিস্ট্রি করার পর রাজীব কায়সার খাজনা পরিশোধ করতে গিয়ে দেখতে পান, ওই নামে কোনো জমি ভূমি অফিসে নিবন্ধিত নেই।
জমিটি ভুয়া প্রমাণিত হওয়ায় তিনি টাকা ফেরত চেয়ে চাপ দিলে আউয়ালের পক্ষ থেকে তিনটি চেক দেওয়া হয়। কিন্তু ব্যাংকে জমা দেওয়ার পর সেগুলো প্রত্যাখ্যাত হয়।
এরপর গত ১৮ সেপ্টেম্বর রাজীব কায়সার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এম এ আউয়ালসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এ মামলা দায়ের করেন। আদালত অভিযোগের ভিত্তিতে কলাবাগান থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
সাবেক এই এমপিকে বুধবার ওই প্রতারণার মামলায় রাজধানীর কলাবাগান থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এক দিনের মাথায় তিনি জামিন পেয়ে গেলেন।
ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। তরিকত ফেডারেশনের মহাসচিব থাকাকালে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে তরিকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলে আউয়াল ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন দল গঠন করেন নিজে চেয়ারম্যান হন।
জমি নিয়ে বিরোধের জেরে ২০২১ সালের ঢাকার মিরপুরে সন্তানের সামনে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যার মামলাতেও আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।
পুরনো খবর
প্রতারণার মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আউয়াল