এরপরই চলতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে পারবেন তারা।
Published : 27 Feb 2024, 10:07 PM
দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৫০ সংসদ সদস্যদের শপথ হবে বুধবার।
সংসদ ভবনের শপথ কক্ষে ওই দিন বিকাল সাড়ে ৩টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এর আগে মঙ্গলবার নারী আসনের এসব সংসদ সদস্যের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের পিতা, স্বামী ও ঠিকানাসহ অন্যান্য তথ্য দেওয়া হয়েছে গেজেটে।
নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।
এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মনিরুজ্জামান তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
এবার সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে আওয়ামী লীগ স্বতন্ত্রদের নিয়ে জোটগতভাবে ৪৮টি আসন এবং জাতীয় পার্টি দুটি আসন পেয়েছে।
এসব আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছিল ইসি। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। এ সময়ের মধ্যে শুধু ৫০ জনই মনোনয়নপত্র জমা দেন।
কেননা দলীয় মনোনয়নের বাইরে কারও প্রার্থী হওয়ার সুযোগ নেই। এতে করে ১৪ মার্চ ভোটের দিন রাখা হলেও আর প্রার্থী না থাকায় ভোটের আর প্রয়োজন পড়েনি।
এরপর ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
নারী আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ
সংরক্ষিত নারী আসন: ৫০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট মঙ্গলবার