দ্বাদশ সংসদে জাতীয় নির্বাচনে নৌকার টিকেট পেয়েও সংসদ সদস্য হতে না পারা চারজনকে সংরক্ষিত আসনে জায়গা করে দিয়েছে আওয়ামী লীগ।
Published : 14 Feb 2024, 08:21 PM
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ৪৮ প্রার্থীর মধ্য একাদশের সংরক্ষিত এমপি রয়েছেন কেবল ৭ জন।
একাদশ সংসদের সংরক্ষিত আসনের এমপিদের মধ্যে চট্রগ্রামের ওয়াসিকা আয়েশা খান, ফরিদা খানম, অপরাজিতা হক, নাহিদ ইজাহার খান, শবনম জাহান, আরমা দত্ত ও সাবেক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
মনোনয়ন বোর্ডের সভা শেষে গণভবনে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংসদে নৌকা প্রতীকে জয় পাওয়া ২২৫ এমপির হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ আনুপাতিক হারে পচ্ছে ৩৮টি সংরক্ষিত আসন। ৬২ স্বতন্ত্র এমপির সঙ্গে মতৈক্য হওয়ায় তাদের ভাগের ১০ আসনেও আওয়ামী লীগই প্রার্থী দিল।
সে হিসাবে আওয়ামী লীগ এবার পাচ্ছে ৪৮টি সংরক্ষিত আসন। বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
এ নির্বাচনের তফসিলে ১৪ মার্চ ভোটের দিন রাখা হলেও মনোনয়নের বাইরে কারো প্রার্থী হওয়ার সুযোগ না থাকায় ভোটের আর প্রয়োজন পড়ে না।
৫০ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যাদের মনোনয়ন দেবে, ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
৭ জানুয়ারি হয়নি, তারপরও সংসদে
দ্বাদশ সংসদে জাতীয় নির্বাচনে নৌকার টিকেট পেয়েও সংসদ সদস্য হতে না পারা চারজনকে সংরক্ষিত আসনে জায়গা করে দিয়েছে আওয়ামী লীগ।
এর মধ্যে একাদশ সংসদের এমপি মেহের আফরোজ চুমকি গাজীপুর-৫ আসনে ভোট করেও হেরে যান। ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন নৌকার সানজিদা খানম। তাদের দুজনকেই সংরক্ষিত আসনের এমপি করে সংসদে নিচ্ছে আওয়ামী লীগ।
বরিশাল থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়েও দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ। এবার তিনি সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন।
দলের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীকে শুরুতে লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেও ভোটে অংশ নিতে পারেননি, কারণ আসনটি পরে জোট শরিকদের ছেড়ে দিতে হয়েছিল। তাকে সংরক্ষিত আসনের এমপি হওয়ার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ।
এবারই প্রথম ৩৪ জন
আওয়ামী লীগের ৪৮টি আসনের মধ্যে ১৪ দলীয় দলের শরিক গণতন্ত্রী পার্টির কানন আরা বেগমকে একটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনিসহ মোট ৩৪ জন এবারই প্রথম মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ এবং পারভীন জামান কল্পনা মনোনয়ন পেয়েছেন এবারই প্রথম।
বাকি ২৯ নতুন মুখ হলেন: রেজিয়া ইসলাম (পঞ্চগড়), দ্রৌপদী দেবী আগরওয়ালা (ঠাকুরগাঁও), আশিকা সুলতানা (নীলফামারী), যুব মহিলা লীগের সাবেক সহভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি (নাটোর), জারা জাবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ), রুনু রেজা (খুলনা), ফরিদা আক্তার বানু (বাগেরহাট), ফরজানা সুমি (বরগুনা), খালেদা বাহার বিউটি (ভোলা), নাজনীন নাহার রশিদ (পটুয়াখালী), জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন (নরসিংদী), উম্মি ফরজানা সাত্তার (ময়মনসিংহ), নাদিয়া বিনতে আমিন (নেত্রকোণা), মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট), লায়লা পারভীন (সাতক্ষীরা), বেদৌরা আহমেদ সালাম (গোপালগঞ্জ), পারুল আক্তার (ঢাকা), সাবেরা বেগম (ঢাকা), ঝর্ণা হাসান (ফরিদপুর), অনিমা মুক্তি গোমেজ (ঢাকা), শেখ আনার কলি পুতুল (ঢাকা), মাসুদা সিদ্দীক রোজি (নরসিংদী), হাসিনা বারী চৌধুরী (ঢাকা), রুমা চক্রবর্তী (সিলেট), আশ্রাফুন নেছা (লক্ষ্মীপুর), শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম), দিলোয়ারা ইউসুফ (চট্টগ্রাম), জ্বরতী তঞ্চঙ্গ্যা (রাঙামাটি), নাছিমা জামান ববি (রংপুর)।
পুরনো যারা ফিরছেন
এবারের মনোনীতদের মধ্যে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা টানা চার সংসদে দলীয় মনোনয়ন পেলেন। আর ওয়াসিকা আয়শা খান টানা তিন সংসদের এমপি হচ্ছেন।
কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী নবম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি ছিলেন। তারানা হালিম এর আগে নবম ও দশম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি ছিলেন।
দলের কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম সংসদে ঢাকা-৪ আসনের এমপি ছিলেন। এরপর দশমে সংরক্ষিত আসনের এমপি ছিলেন। আবারও তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন পেয়েছেন।
গত তিন সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের এমপি ছিলেন মুন্নুজান সুফিয়ান। গত সরকারের মন্ত্রিসভার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ছিলেন। দ্বাদশ নির্বাচনে ওই আসনটিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মনোনয়ন দেওয়া হয়। এবার সংরক্ষিত আসনের এমপি পদে মনোনয়ন পেয়েছেন মুন্নুজান সুফিয়ান।
টানা দ্বিতীয়বারের মত দলের মনোনয়ন পেয়েছেন আরমা দত্ত, অপরাজিতা হক, নাহিদ ইজহার খান, ফরিদা খানম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান।
ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সভাপতি শাহিদা তারেক দিপ্তী এবং যুব মহিলা লীগের সাবেক সভাপতি নাজমা আক্তারও দ্বিতীয়বারের মত মনোনয়ন পেয়েছেন।
মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি গত তিন সংসদে গাজীপুর-৫ আসনের এমপি ছিলেন। দ্বাদশেও মনোনয়ন পেয়ে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এবার তিনি সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন।