কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
Published : 28 Jan 2024, 04:42 PM
মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভোর রাতে ভয়াবহ আগুন লাগার পর সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
তবে পুড়তে থাকা দোকাগুলোর আগুন পুরোপুরি নির্বাপনে আরো ৩-৪ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে কৃষি মার্কেটের নতুন টিনশেড কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করলেও পরে আরো দশটি ইউনিট যোগ দেয়। তাদের সম্মিলিত চেষ্টায় সকাল ৯টা ২৫ আগুন নিয়ন্ত্রণে আসে।
সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপক দলও আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তা করে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
শাক-সবজি, মুদি পণ্যের পাশাপাশি ওই মার্কেটে কাপড়, জুতা, মসলা, গয়নার দোকানও রয়েছে। কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল, তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত কারও হতাহত হওয়ারও খবর পাওয়া যায়নি।
আগুনের খবর পেয়ে ভোর রাতেই মার্কেটে ছুটে আসেন ব্যবসায়ীরা। তবে তার আগেই অনেকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। ধোঁয়ায় আচ্ছন্ন কৃষি মার্কেট থেকে অনেক ব্যবসায়ীকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।
ওই মার্কেটের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলাবক্স জানান, কাঁচাবাজার কৃষি মার্কেটে প্রায় ৭০০ দোকান রয়েছে। কোনো দোকানই আগুন থেকে রক্ষা পায়নি।
আগুন লাগার পর ভোর থেকেই আশপাশে উৎসুক জনতার ভিড় জমে যায়। তাদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।
পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, ও স্কাউট ভলান্টিয়াররাও সেখানে শৃঙ্খলা রক্ষার কাজে যোগ দেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)