নতুন বিধিমালাটি ‘প্রার্থীবান্ধব’ করা হয়েছে।
Published : 18 Feb 2025, 01:09 PM
সরকারি চাকরিতে নিয়োগের আগে প্রার্থীদের প্রাক-পরিচয় যাচাই বা ভেরিফিকেশনে নতুন বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
নতুন বিধিমালাটি ‘প্রার্থীবান্ধব’ করা হয়েছে মন্তব্য করে, এতে অনুপযুক্ত ঘোষিত ব্যক্তির ‘পুনঃবিবেচনার জন্য আবেদন করার’ সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান
আর ননক্যাডার পদে নিয়োগের বিধিমালা সংশোধনের বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী সভায় চূড়ান্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
একইসঙ্গে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক-এই তিন ধাপে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে কমিশনের পক্ষ থেকে।
মঙ্গলবার সকালে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার কমিশন দ্বিতীয় বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নিয়েছে।"
সরকারি চাকরি আইন ২০১৮ এর অধীন একটি বিধিমালা হিসেবে সব শ্রেণির সরকারি কর্মচারীর জন্য এটি জারি করার জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মতিউর রহমান।
তিনি বলেন, বিধি জারি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো করা হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সার্বিক বিবেচনা করবে।
ভেরিফিকেশন বিধিমালা 'প্রার্থীবান্ধব' হচ্ছে
প্রার্থীদের প্রাক-পরিচয় যাচাই বা ভেরিফিকেশনে বিদ্যামান নীতিতে পরিবর্তন এনে নতুন বিধিমালার যে খসড়া দ্বিতীয় বিশেষ সভায় কমিমন চূড়ান্ত করেছে, সেটিকে ‘প্রার্থীবান্ধব’ বলছেন জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
এ বিধিমালাকে বলা হবে, 'সরকারি চাকরি (প্রার্থীর প্রাক-পরিচয় যাচাই) বিধিমালা ২০২৫।'
মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই বিধিমালাটি প্রার্থীবান্ধব করা হয়েছে৷ ফলে সুপারিশকৃত প্রার্থীদের হয়রানি বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।"
নতুন বিধিমালা নিয়ে তিনি বলেছেন, খসড়া বিধিতে সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয় কোন কোন পরিস্থিতিতে একজন প্রার্থীকে সরকারি চাকরির জন্য অনুপযুক্ত ঘোষণা করা যাবে।
অনুপযুক্ত প্রার্থীকে কেন অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে তা প্রার্থীকে জানানোর প্রস্তাব দেওয়া হয়েছে খসড়ায়।
“এতে অনুপযুক্ত ঘোষিত ব্যক্তির পুনঃবিবেচনার জন্য আবেদন করার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। আর নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে অনুপযুক্ত প্রার্থীর বিষয়ে পুনঃতদন্ত করার এখতিয়ার দেওয়া হয়েছে।“
বিসিএসসহ সব সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিধি ‘প্রয়োজ্য’ বলে জানিয়েছেন এই কর্মকর্তা।