গত ২৫ মার্চ এ রিট মামলা করা হয়।
Published : 27 Apr 2025, 01:20 PM
ঢাকার বায়ুদূষণ রোধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ চার সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলেছে।
ঢাকার বায়ুদূষণ রোধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে গত ২৭ ফেব্রুয়ারি চিঠি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনির উদ্দিন। কিন্তু অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ২৫ মার্চ রিট মামলা করেন এ আইনজীবী।
ওই চিঠিতে বলা হয়, গত ৯ বছরের মধ্যে ঢাকায় বাতাসের সর্বোচ্চ মান খারাপ ছিল গেল ১৪ ডিসেম্বর, ওইদিন বায়ুর গড় মান ছিল ২৮৮। এরপর ১৯ ফেব্রুয়ারি বিশ্বের ১২৪টি দূষিত নগরীর মধ্যে শীর্ষে ছিল ঢাকা। সেদিন ঢাকার বাতাসের গড় মান ছিল ২৫০।
চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এ পরিস্থিতির জন্য মোটাদাগে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও অবকাঠামো নির্মাণের ধুলাকে দায়ী করা হয়েছে পরিবেশ অধিদপ্তর ও বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে।
রিট মামলায় পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।