সংসারে অভাবের কারণে স্কুল ছেড়ে মাত্র চার মাস আগে সাকিবকে ট্রাকের হেলপারির কাজ নিতে হয়েছিল।
Published : 03 Apr 2024, 11:07 AM
ঢাকার সাভারে তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ কিশোর পরিবহন শ্রমিক সাকিবকেও বাঁচানো গেল না।
ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সোয়া ১টার দিকে মৃত্যু হয় ১৬ বছর বয়সী এই কিশোরের।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বলেন, সাকিবের শরীরে পোড়ার হার ছিল শতভাগ। ওই দুর্ঘটনায় এ নিয়ে চারজন মারা গেলেন।
সাকিব তরমুজবাহী যে ট্রাকের হেলপার ছিলেন, তার চালক হেলাল হাওলাদার মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটে মারা যান। তার শরীরও শতভাগ পুড়ে গিয়েছিল।
সোমবার বরগুনা থেকে ট্রাকে তরমুজ বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল হেলাল। ওই ট্রাকটিতে থাকা ছয় জনই দগ্ধ হয়েছেন, তাদের মধ্যে মারা গেছেন তিনজন।
সাকিব বরগুনা সদর উপজেলার মো. আবেদ আলীর ছেলে; দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।
সংসারে অভাবের কারণে স্কুল ছেড়ে মাত্র চার মাস আগে সাকিবকে ট্রাকের হেলপারির কাজ নিতে হয়েছিল বলে তার বড় মো. নাঈম জানান।
তিনি বলেন “ আমার ভাইয়ের বয়স ১৬, কিন্তু হাসপাতালের কাগজে লেখা হইছে ২৪।“
পুলিশ বলছে, তেলবাহী একটি ট্যাংকার মঙ্গলবার ভোরে গাবতলী থেকে সাভারে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকার কাছে ইউ টার্ন নিতে গিয়ে উল্টে যায়। তাতে ট্যাংকারের তেল ছড়িয়ে আগুন ধরে যায়।
সেই আগুনে পুড়ে যায় আরো দুটি ট্রাক ও একটি সেডান। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান সিমেন্টবাহী এক ট্রাকের হেলপার ইকবাল। নজরুল ইসলাম নামে এক তরমুজ বেপারি মারা যান হাসপাতালে নেওয়ার পথে, তিনি ছিলেন হেলালের ট্রাকে।
হাসপাতালে এখন ভর্তি রয়েছেন আরও ছয়জন। তারা হলেন- বরিশালের বাকেরগঞ্জের মিলন (২২), রাজশাহীর আবদুস সালাম (৩৫) এবং তরমুজের ট্রাকে থাকা বরগুনার নিরঞ্জন (৪৫), আল আমিন (৩৫) ও তার ১০ বছর বয়সী মিম এবং আরেক ট্রাকের চালক মো. আল আমিন (২২)।
পুরনো খবর:
ট্যাংকারের আগুনে দগ্ধদের কেউ ‘শংকামুক্ত’ নন: স্বাস্থ্যমন্ত্রী
সাভারে তেলের ট্যাংকার উল্টে ৪ গাড়িতে আগুন, নিহত ২
সন্তানকে না দেখেই যেতে হল ট্রাক চালক হেলালকে
তেলের ট্যাংকারে আগুন: অনাগত শিশুটি যেন বাবাকে দেখতে পায়, এই প্রার্থনায় পরিবার