সিটি করপোরেশনের পর্যবেক্ষণে দেখা গেছে মশার অন্যতম উৎস থানাগুলো, বলেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা।
Published : 11 Jun 2024, 10:22 PM
ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার প্রজননস্থল ধ্বংসে ২৬টি থানা ও ১১টি পুলিশ ফাঁড়িতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
মঙ্গলবার সকাল থেকে করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগ এ কার্যক্রম শুরু করে। এতে ৪৮২ জন পরিচ্ছন্নতাকর্মী ও ৪৮১ মশককর্মী অংশ নেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি করপোরেশনের পর্যবেক্ষণে দেখা গেছে মশার অন্যতম উৎস থানাগুলো। এ কারণে থানা ও ফাঁড়িতে অভিযান চালানো হয়েছে।
“আমাদের অভিজ্ঞতা বলছে, মামলার আলামত ও রুট পারমিট ছাড়া গাড়ি জব্দ করে থানায় রাখায় হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই গাড়িগুলো সেখানেই থাকে। বৃষ্টি হলে এসব গাড়িতে পানি জমে, সেখানে এইডিস মশা হয়। এ কারণে এই কার্যক্রম চালানো হয়েছে।”
তিনি বলেন, করপোরেশনের এ পরিচ্ছন্নতা কার্যক্রম দুদিন চলবে। এরপর সংশ্লিষ্ট থানাগুলোকেই মশক নিধনের এই কার্যক্রম চালাতে হবে।
দিনভর চলা পরিচ্ছন্নতা কার্যক্রমে শাহবাগ, রমনা, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, মুগদাসহ ২৬টি থানায় যায় ডিএসসিসির কর্মীরা।
এছাড়া দুটি উপ-পুলিশ কমিশনারের কার্যালয়, ১১টি পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালানো হয়েছে।
ঢাকা দক্ষিণের জনসংযোগ কর্মকর্তা নাছের বলেন, সিটি করপোরেশন কারও সীমানার ভেতরে এ ধরনের কার্যক্রম চালায় না।
”কিন্তু প্রাথমিকভাবে আমরা উনাদের পথ দেখাব, এজন্য একবার পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখন থেকে বাকিটা উনারা করবেন। কোথাও লার্ভা দেখলে আমাদের জানালে আমরা সহযোগিতা করব, আমাদের কর্মীরা গিয়ে সেটা নির্মূল করে দিয়ে আসবে।”