খালেদা জিয়ার মুক্তির শর্তে বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।
Published : 15 Jan 2024, 05:04 PM
দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে তাকে কারাগারে ফিরে আবেদন করতে হবে, এমনটাই বলেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি দিতে বিএনপির চরমপত্রের পর তা নিয়ে আলোচনার মধ্যে
সোমবার বিকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।
আমিন উদ্দিন বলেন, “খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে হলে তাদের নতুন করে আবেদন করতে হবে। তখন আগের আদেশ বাতিল হয়ে যাবে। আদেশ বাতিল হয়ে গেলে তিনি বাইরে থাকতে পারবেন না।”
এর আগে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছিলেন, খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আদালতে যেতে বলে সরকার সময়ক্ষেপণ করছে।
কায়সার বলেন, গত ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার একটি আবেদন করেছেন। সেই আবেদন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রহণ করেছেন।
দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসনের সাজা নির্বাহী আদেশে স্থগিত রাখা হয়েছে। তার মুক্তির শর্তে বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। গুরুতর অসুস্থতায় ভুগতে থাকা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুমতি দিতে রোববার ৪৮ ঘণ্টার ‘আলটিমেটাম’ দেয় বিএনপি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)