“রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্পে ১৪ থেকে ২৪ বিলিয়ন ডলারের মত অপচয় হয়েছে।”
Published : 24 Feb 2025, 10:39 PM
অর্থের অপচয় ঠেকাতে তৃতীয় পক্ষের মাধ্যমে প্রকল্প মূল্যায়নের চিন্তাভাবনা করছে অন্তর্বর্তী সরকার।
সোমবার সরকারের অর্থনৈতিক কৌশল নির্ধারণী সভায় এ নিয়ে আলোচনা হওয়ার তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এদিন রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সভায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ বেশ কয়েকজন উপদেষ্টা ও বিভিন্ন খাতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি জানান, “সেখানে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে তৃতীয় পক্ষ দিয়ে আমাদের বড় বড় প্রকল্পের মূল্যায়ন করানো। ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলোতে গড়ে ৭০ শতাংশ ব্যয় বাড়ানো হয়েছিল।
“রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্পে ১৪ থেকে ২৪ বিলিয়ন ডলারের মত অপচয় হয়েছে।”
শফিকুল আলম বলেন, "মেট্রো রেলের একটা প্রকল্পে ব্যয় ছিল ৫২০ কোটি ডলার, এডিবি মূল্যায়ন করে দেখেছে ৫০ কোটি ডলার এখানে বাঁচানো যায়। এটা (তৃতীয় পক্ষ) নিয়ে চিন্তাভাবনা চলছে, বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।”
সভায় সরকারি সব অফিসে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, "এটা কতটা তাড়াতাড়ি চালু করা যায় এবং কোনো ফাইল যেন ম্যানুয়ালি না মুভ করে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।"
সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সরকারের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রেস সচিব।