Published : 06 Nov 2024, 10:24 PM
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সময়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে ডেমোক্র্যাট পার্টি, রিপাবলিকান পার্টি সবার সাথেই খুব ভালো সম্পর্ক আছে। তাদের টপ লিডারদের অনেকের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব আছে এবং আমরা আশা করি, সেই সর্ম্পক আরো গভীরতর হবে।“
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রত্যাবর্তনের ইতিহাস গড়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, “বাংলাদেশের সাথে ইউএসএর এরইমধ্যে একটি ভালো সম্পর্ক আছে এবং অগাস্ট অভ্যুত্থানের পরে এটায় আরও একটু ভিন্নমাত্রা এসেছে। কারণ ইউএস সারা বিশ্বেই তারা চায় গণতন্ত্রে থাকুক, বিশ্বের দেশগুলো গণতন্ত্রের চর্চা করুক।
”ওরা দেখেছে যে আগের ১৫ বছর এক ধরনের স্বৈরচারী শাসনব্যবস্থা ছিল সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে দেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে নেওয়া। সেজন্য তারা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সাথে কাজ করা আরও বাড়িয়ে দিয়েছে এবং আমরা আশা করছি ডোনাল্ড ট্রাম্পের এই প্রেসিডেন্সিতে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর হবে।”
অসাধারণ প্রত্যাবর্তনের ইতিহাস গড়ে মঙ্গলবারের ভোটে ডনাল্ড ট্রাম্প চার বছর পর আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। বুধবার একের পর এক রাজ্য থেকে তার বিজয়ের খবর আসার মধ্যে প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পেছনে ফেলে জয় পান তিনি।
বিশ্বজুড়ে আলোচনা তৈরি করা এ নির্বাচনের প্রচারণার সময়ও বাংলাদেশ প্রসঙ্গ আসে ট্রাম্পের এক পোস্টকে কেন্দ্র করে। এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে ট্রাম্প বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর ‘বর্বর সহিংসতা’র অভিযোগ আনেন।
বাংলাদেশ নিয়ে এক্স হ্যান্ডলে দেওয়া ট্রাম্পের ওই পোস্ট নিয়ে করা প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, ''এখন ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। তার কার্যকাল শুরু হবে আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি থেকে। আগে যখন তিনি টুইটটা করেছিলেন তিনি ছিলেন রিপাবলিক পার্টির প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট। আমরা মনে করি উনাকে মিসইনফরম করা হয়েছে। এখন যেহেতু উনি ইউএসএর প্রেসিডেন্ট হবেন, উনি অবশ্যই দেখবেন ঘটনাটা কি হয়েছে।
”বাংলাদেশের ইউএস দূতাবাস এখানে কী ঘটনা ঘটছে, কী পরিমাণে যে রিপোর্টগুলো এসেছে সংখ্যালঘু নির্যাতনের আমরা তো মনে করি এটা খুবই অতিরঞ্জিত। উনি এটার সত্যিকার চিত্রটা জানবেন। আরেকটা হচ্ছে, বাংলাদেশের এই সরকার কী চাচ্ছে, এরা তো গণতান্ত্রিক উত্তরণে কাজ করছে। এক্ষেত্রে ইউএসের সঙ্গে ট্রাম্পও চাইবেন পুরো বিশ্বে গণতন্ত্র ছড়িয়ে পড়ুক। সেজন্য আমাদের সরকারের সঙ্গে তাদের সর্ম্পক আরও সুদূর হবে আমরা এটি আশা করি।“
সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভুল তথ্য ও অপপ্রচার আছে মন্তব্য করে শফিকুল আলম কয়েকদিন আগে ’নেত্র নিউজ’ এ প্রকাশিত একটি খবরের উদাহরণ তুলে ধরেন। বলেন, ”বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কাউন্সিল একটি রিপোর্ট দিয়েছে। নয়জনের মৃত্যু তারা পেয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী সহিংসতায়। এসব মৃত্যুর পেছনের ধর্মীয় কারণ ছিলই না, মূলত রাজনৈতিক ব্যক্তিগত কারণ বা অন্য কোনো কারণ থাকতে পারে।
”আমরা আশা করব বাংলাদেশের যারা মাইনোরিটি গ্রুপ তারাও যখন এগুলো রিপোর্ট করবেন তাদের রিপোর্টগুলো নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ধরনের ক্যাম্পেইন হয়। আমরা আশা করব তারা দায়িত্বশীল প্রতিবেদন করবেন।”
ইসকনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘’চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেন, তারাই আপনাদের জানাবে, আমরা দেখেছি কী হয়েছে। আমরা এটা সম্প্রসারিত করতে চাই না।’’
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ’’রাষ্ট্র সংস্কার যদি করতে হয়, বড় একটি খাত শিক্ষা, শিক্ষার অবশ্যই কাজ হবে। কখন এই কমিশন হবে সেটার সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা যেটা শুনছি সেটা হল শিক্ষা সংস্কারের বিষয়ে কাজ হবে, আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে।”
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামী এবং বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের ভিআইপি প্রটোকল দিয়ে অফিস সময়ের পরে পাসপোর্ট করে দেওয়ার বিষয়ক এক প্রশ্নে প্রেস সচিব বলেন, ''পুরো ঘটনা তদন্ত করে দেখছি। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছি।”
স্থানীয় সরকার সংস্কারে কোনো কার্যক্রম হাতে নেওয়ার চিন্তা আছে কি না এরকম এক প্রশ্নে তিনি বলেন, স্থানীয় সরকার নিয়ে অনেকগুলো কমিশন কাজ করছে। একটা হচ্ছে সংবিধান কমিশনে এই বিষয় আসতে পারে।
”স্থানীয় সরকারের ক্ষমতার চর্চা কতটুকু হবে সেটা অনেকটা সিভিল ব্যুরোক্রেসি ইস্যুর, সেটা নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন কাজ করছে। স্থানীয় পর্যায়ে পুলিশের ক্ষমতা নিয়ে কাজ করছে পুলিশ কমিশন। সবগুলো কমিশনই কিছু কিছু দেখছে।”
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতির সাক্ষাৎকার প্রচার বিষয়ক প্রশ্নে প্রেস সচিব বলেন, “আমরা এটুকুই বলতে পারি যে উনার রেসপন্সিবল জানালিজম করলেন কি না, উনি-উনাকে আত্মজিজ্ঞাসা করবেন, এটাই আমাদের আশা।’’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
আরও পড়ুন
বাংলাদেশে 'সংখ্যালঘু নির্যাতন' আমি থাকলে ঘটত না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ভোটের ফল বাংলাদেশে প্রভাব ফেলবে না, মত দেবপ্রিয়-বদিউলের