তবে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যে আলোচনা সভা করতে বলা হয়েছিল, তা হবে।
Published : 13 Dec 2024, 12:12 AM
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ডেকে পরে তা স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় আগামী শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আলোচনা সভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
কিন্তু সভাটি স্থগিত করার কথা জানিয়ে অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মো. শাহজাহান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলোচনা সভা ডাকা হলেও ডিজি স্যার মন্ত্রণালয়ে কথা বললে তা করতে মানা করা হয়।”
তবে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যে আলোচনা সভা করতে বলা হয়েছিল, তা হবে বলে জানান শাহজাহান।
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এর তাৎপর্য তুলে ধরে সব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা আয়োজন করতে ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের আলোচনা সভা স্থগিতের কারণ জানতে মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এ বি এম রেজাউল করীমকে ফোন করা হলে তিনি কেটে দেন।
একাত্তরের ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময়জুড়ে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী। তবে বিজয়ের প্রাক্কালে এ হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ নেয়।
ডিসেম্বরের মধ্যভাগে মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন অনিবার্য; তখন রাজাকার, আল-বদর বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনী হত্যা করে বাংলাদেশের প্রথিতযশা বুদ্ধিজীবীদের; এর উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া।
দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির বিজয় যখন আসন্ন, তখনই ঘটে ইতিহাসের নিকৃষ্টতম সেই হত্যাকাণ্ড।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে।
স্বাধীনতার পর থেকে প্রতি বছর বাংলাদেশ ১৪ ডিসেম্বর পালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে।
গণঅভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতার পালাবদলের পর আগামী শনিবার প্রথম বুদ্ধিজীবী দিবস পালন করতে যাচ্ছে বাংলাদেশ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেদিন সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।ম জাতীয় কর্মসূচির পাশাপাশি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান।
পুরনো খবর
বিজয় দিবসে স্কুল-কলেজে ক্রীড়া প্রতিযোগিতা, বুদ্ধিজীবী দিবসে আলোচন