অবসরোত্তর ছুটিতে যাওয়ার সুবিধার্থে শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে এনসিটিবি থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে।
Published : 26 Jan 2025, 11:21 PM
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান অবসরে যাচ্ছেন।
অবসরোত্তর ছুটিতে যাওয়ার সুবিধার্থে শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে এনসিটিবির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এ বিষয়ে অধ্যাপক রিয়াজুল হাসানের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সরকারের পট পরিবর্তনের পর গত ৩১ অগাস্ট অধ্যাপক রিয়াজুল হাসান প্রেষণে এনসিটিবির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আওয়ামী লীগ সরকারের সময় রিয়াজুল হাসানকে এনসিটিবিটির সদস্য পদ থেকে সরিয়ে ওএসডি করা হয়েছিল। পরে তাকে ফরিদপুরের রাজেন্দ্র কলেজে বদলি করা হয়।
সরকারের পালাবদলের পর এনসিটিবির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম ১৯ অগাস্ট পদত্যাগ করেন। এরপর অধ্যাপক রিয়াজুলকে এনসিটিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার।