এর আগে এনসিটিবির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ফরহাদুল ইসলাম; গত ১৯ অগাস্ট তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
Published : 31 Aug 2024, 06:29 PM
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।
শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
এর আগে এনসিটিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক ফরহাদুল ইসলাম।
মান 'বাঁচাতে' পদত্যাগ এনসিটিবি চেয়ারম্যানের
গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্বগ্রহণের পর বিভিন্ন দপ্তরে পদত্যাগের হিড়িকের মধ্যে গত ১৯ অগাস্ট দায়িত্ব থেকে সরে দাঁড়ান ফরহাদুল ইসলামও।
নতুন নিয়োগ পাওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রিয়াজুল হাসান সবশেষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করেন।