এ ঘটনায় আহত হয়েছেন নিহত ব্যক্তির দুই ভাই।
Published : 04 Dec 2024, 08:33 PM
রাজধানীর গুলিস্তানে ধারালো অস্ত্রের আঘাতে এক হকার নিহত হয়েছেন; আহত হয়েছেন তার দুই ভাই।
স্বজনদের অভিযোগ, ‘পূর্ব শত্রুতার জেরে’ ওয়ারী এলাকার কয়েকজন যুবক তিন ভাইকে মারধর করে। এদের মধ্যে ছুরিকাঘাতে আল-আমিন (২৭) নিহত হন।
বুধবার বিকালে কাপ্তান বাজারে এরশাদ মার্কেটের পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত দুই ভাই হলেন সুমন আহমেদ (২৫) ও মো. নাহিদ(১৯। তিন ভাইয়ের মধ্যে আল-আমিন পুরনো কাপড় বিক্রি করতেন। সুমন বিক্রি করেন শরবত। আরেক ভাই নাহিদ তাদের ব্যবসায় সহায়তা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিকাল পৌনে ৪টার দিকে তিন ভাইকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আল-আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আল-আমিনের বাড়ি নাটোর সদরের খোলাবারিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মান্নান।
নারিন্দা বসু বাজার এলাকায় ভাড়া বাসায় দুই সন্তানকে নিয়ে থাকতেন আল-আমিন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।
সুমনের ভাষ্য, প্রায় ছয় মাস আগে তার শরবতের দোকানের সামনে এক ব্যক্তি মোটরসাইকেল রেখেছিলেন। এ নিয়ে ওই সময় কথা কাটাকাটি হয়। পরে যাওয়ার সময় ওই ব্যক্তি হুমকি দিয়ে যান।
সুমনের অভিযোগ, "ওই ঘটনার জেরে ওয়ারী এলাকার সোহান নামের এক যুবকসহ ১০-১২ জন অতর্কিতভাবে আমাকে মারধর করতে থাকে। তখন আমার দুই ভাই এগিয়ে আসে। এরপর হামলাকারীরা আল আমিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।"
প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার সাইফুল ইসলাম বলেন, আল-আমিনের মা গুলিস্তানে ভেষজ ওষুধ বিক্রি করেন। বুধবার তার সঙ্গে কয়েক ব্যক্তির কথা কাটাকাটি হয়। তখন ছেলেরা এগিয়ে এলে তাদের ওপর হামলা চালানো হয়।
তবে এটাই প্রকৃত ঘটনা কি না, তা জানার চেষ্টা চলছে, বলেন তিনি।