Published : 07 Aug 2024, 11:12 PM
সীমান্ত দিয়ে পালানোর সময় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে আটক হয়েছে চারজন।
বুধবার রাতে বিজিবি এক বার্তায় জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকা থেকে একজন, যশোরের বেনাপোল থেকে একজন এবং চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে দুজনকে তারা আটক করে।
তারা হলেন- রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হুদা, ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও তার সহযোগী নাজমুল হোসেন এবং ঢাকার নবাবগঞ্জের সজীব হালদার।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
কোটা সংস্কার থেকে তুমুল গণআন্দোলনে সোমবার দেশ ছাড়েন শেখ হাসিনা। পরদিন মঙ্গলবার থেকে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।
সীমান্ত দিয়ে কেউ যাতে পালাতে না পারে সেজন্য বুধবার এক বার্তায় তথ্য দিয়ে সহায়তা চেয়েছে এ বাহিনী। সহযোগিতার জন্য +৮৮০১৭৬৯-৬০০৬৮২ ও +৮৮০১৭৬৯৬২০৯৫৪ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন-