Published : 07 Aug 2024, 09:06 PM
দেশের চলমান পরিস্থিতিতে সীমান্ত এলাকা দিয়ে কেউ যাতে পালাতে না পারে, সেজন্য সকলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার বিজিবির পাঠানো এক বার্তায় বলা হয়, “সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন।”
সহযোগিতার জন্য +৮৮০১৭৬৯-৬০০৬৮২ ও +৮৮০১৭৬৯৬২০৯৫৪ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে এ বাহিনী।
কোটা সংস্কার থেকে তুমুল গণআন্দোলনে সোমবার দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর সাবেক হওয়া দুজন মন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের খবর এসেছে সংবাদমাধ্যমে।
বিদেশ যাত্রার প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় বিমানবন্দরে সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে এক বার্তায় জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সীমান্তে ইতোমধ্যে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বিজিবি। এরপর সীমান্ত দিয়ে পলায়ন ঠেকাতে তথ্য দিয়ে জনগণের সহযোগিতাও চাইল এ বাহিনী।