চট্টগ্রাম বন্দরের অবকাঠামো নির্মাণে ইআইবি’র সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।
Published : 09 Jan 2025, 12:23 AM
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও অন্তর্বর্তী সরকার নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ঢাকা সফররত ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে গিয়ে এ কথা বলেন।
বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে তারা অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার, বাংলাদেশে বিনিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা তুলে ধরা হয়।
মুহাম্মদ ইউনূস সফরকারী ইআইবি ভাইস প্রেসিডেন্টকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতিও নিচ্ছে, যাতে ‘স্থানীয় সরকার সত্যিকার অর্থে স্থানীয় ও কার্যকর সরকার হয়।
এর আগে প্রধান উপদেষ্টা আগামী সাধারণ নির্বাচন ২০২৫ সালের শেষভাবে কিংবা ২০২৬ সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা দিয়েছেন। এর আগে সংস্কার কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।
বুধবার সাক্ষাতের সময় অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন নিকোলা বিয়ার।
এ সাক্ষাতে চট্টগ্রাম বন্দর নিয়েও আলোচনা হয়। তখন চট্টগ্রাম বন্দরে অবকাঠামো নির্মাণে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সহযোগিতা চান মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে অবকাঠামো নির্মাণে ইআইবির সমর্থন প্রয়োজন, যা বাংলাদেশের পূর্বাঞ্চলের জনগণের উন্নয়নে কাজে লাগবে। এ অঞ্চলের বৃহত্তম বন্দরের উন্নয়ন কেবল বাংলাদেশ নয়, বরং পূর্ব ভারতের এবং মিয়ানমারেরও উপকারে আসবে।
ইআইবি ভাইস প্রেসিডেন্ট বলেন, "আমরা খুবই চ্যালেঞ্জিং সময়ে এসেছি; আমরা অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার এজেন্ডাকে সমর্থন করি।
”ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রযুক্তিগত দক্ষতা রয়েছে, যা এই উদ্যোগে সহায়তা করতে পারে। আপনারা আমাদের কাছে যা চাইবেন, আমরা সেটি করতে প্রস্তুত। এটি দৃশ্যমান করা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেবল কাজ করছে তাই নয়, বরং ফলাফলও দেখাচ্ছে।"
প্রধান উপদেষ্টা দুর্নীতি দমন, শক্তিতে সবুজ রূপান্তর এবং সুন্দরবনের ম্যানগ্রোভ বন ও আশেপাশের অঞ্চল ও নদী ব্যবস্থাপনার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়নেও ইআইবির সহায়তা চান।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।