উত্তীর্ণ প্রার্থীদের ১৭ থেকে ২৭ নভেম্বরের মধ্যে কাগজপত্র জমা দিতে বলেছে পিএসসি।
Published : 13 Nov 2024, 07:51 PM
সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যাতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৫২ জন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বুধবার এ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান।
গত বছরের ৯ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) নিয়োগের লিখিত পরীক্ষা হয়।
ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের ১৭ থেকে ২৭ নভেম্বরের মধ্যে কাগজপত্র জমা দিতে বলেছে পিএসসি।
মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ হয়নি। মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ হলে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।”
সরকার পরিবর্তনের পর গত ৮ অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যান ও আটজন সদস্য শপথ নেন। নতুন কমিশনের অধীনে এই প্রথম কোনো পরীক্ষার ফল প্রকাশ করা হল।