তাপমাত্রা বাড়তে থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আর্দ্র আবহাওয়ায় বিরাজ করছে ভ্যাপসা গরম।
আর বঙ্গোপসাগরে লঘুচাপের আভাসের মধ্যে চার জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, শুক্রবার রাজশাহী, রংপুর, ঈশ্বরদী ও সৈয়দপুর জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবারও তা অব্যাহত থাকতে পারে।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এসময় বৃষ্টিপাতের প্রবণতা বাড়লে তাপপ্রবাহ কেটে যাবে।
গত ২৪ ঘন্টায় খুলনা, সিলেট ও চট্টগ্রামের কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে মাইজদী কোর্টে ২৫ মিলিমিটার।
শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিং, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলা হয়, অগাস্টে বঙ্গোপসাগরে ১-২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্ট হতে পারে; যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।
এমাসে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ (সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।