সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২৬ মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়।
Published : 14 Feb 2025, 07:57 PM
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নতুন সভাপতি হিসেবে আহসানুজ্জামান লিন্টু এবং মহাসচিব পদে অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২৬ মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সমিতির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি পদে আনোয়ার সিকদার, ড. মিজানুর রহমান, মো. মজিবুর রহমান।
এছাড়া কমিটিতে যুগ্ম মহাসচিব পদে কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ, ড. মনিরুজ্জামান, আরিফ হাসান বেঙ্গল এবং কোষাধ্যক্ষ পদে আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
কমিটিতে মো. আব্দুর রউফ, শামিমুর রহমান শামীম ও মুজিবুর রহমান চুন্নুকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
পুরোনো খবর