“ফায়ার সার্ভিস শুধুমাত্র পানি সরিয়ে দিতে কাজ করছে, এর বেশিকিছু আমাদের জানা নেই।"
Published : 09 Feb 2025, 02:57 PM
ধানমন্ডির ৩২ নম্বরে অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেওয়া বঙ্গবন্ধু ভবনের লাগোয়া একটি নির্মানাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানি সরাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
রোববার সকাল ৯টার দিকে ভবনের বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বেলা দেড়টার দিকেও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে কাজ করছেন জানিয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. আফনান ইসলাম লিমন বলেন, “ফায়ার সার্ভিস শুধুমাত্র পানি সরিয়ে দিতে কাজ করছে, এর বেশিকিছু আমাদের জানা নেই।"
নির্মাণাধীন ভবনটি শেখ মুজিবুর রহমানের বাড়ির সীমানাপ্রাচীরের মধ্যেই, অনেকে বলছেন, সেটি আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ভবন।
গত বুধবার রাতে বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙা শুরুর পরদিন পাশের ওই নির্মাণাধীন ভবনের বেজমেন্টের ছবি আর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে 'আয়নাঘর’ আছে– এমন কথাও চাউর হয়।
সেখানে আসলে কী আছে' দেখার জন্য জমে থাকা পানি সরানোর দাবি ওঠে তখনই।
শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাস পূর্তির দিন ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয়।
বৃহস্পতিবার দিনভর সেখানে লুটপাটের পর বিকালে গরু জবাই করে বিরিয়ানি রান্না সেরে রাতে হয় জেয়াফতের আয়োজন।
শুক্রবারও ওই দিন ভবন দুটির ভাঙা স্তূপ থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড বের করে কেটে নিয়ে যেতে দেখা যায়।
কেউ কেউ ভবনের দাঁড়িয়ে থাকা অংশেই রোডের খোঁজে হাতুড়ি চালিয়েছেন, আবার কেউ ফাঁকা অংশের মাটি খুড়ে বের করে নিয়েছেন বৈদ্যুতিক তার।
বুলডোজার কর্মসূচি শুধু ঢাকায় থেমে থাকেনি। বুধবার রাত থেকে জেলায় জেলায় বঙ্গবন্ধু ও শেখ পরিবারের নামে থাকা ভাস্কর্য ও ম্যুরালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে। অনেক জেলায় দলীয় কার্যালয়ও পুড়িয়ে দেওয়া হয়েছে।