আহতদের মধ্যে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 04 Aug 2024, 01:40 PM
সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে সহিংসতার মধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে আহত ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিতে এসেছেন অন্তত দুই জন। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে বলে পুলিশ জানিয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রোববার বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর শাহবাগ, শনির আখড়া, নয়াবাজারসহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আহতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
শনিরআখড়া থেকে জামাল উদ্দিন (৫০) ও সাব্বিরকে (১৮) নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া, মুন্সীগঞ্জ থেকে দীপ (২০) ও মঞ্জিল (৫০), ঢাকার শাহবাগ থেকে মাহিন (২৫), হাসিবুর রহমান (৩০) সুবাস (২৪), তানভীর রহমান (২০), সেলিম (৪০), রিমন (২৩), হৃদয় (২০), গুলিস্থান থেকে শাহজালালসহ (৩০) ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে জামাল উদ্দিনসহ অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনের রূপ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বান উপেক্ষা করে এক দফা দাবিতে এই সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে।
রোববার বেলা ১১টা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। কয়েক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষের খবর এসেছে।