কানাডার মন্ত্রীর সঙ্গে আলাপে ‘বেগমপাড়া’ ও পাচারের অর্থ ফেরানো নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা।
Published : 10 Feb 2025, 10:34 PM
বাংলাদেশে কারখানা স্থাপন করে এ দেশের তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেনের সঙ্গে সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ‘বিদেশি বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তি (এফআইপিএ)’ নিয়ে চলমান প্রযুক্তিগত আলোচনার বিষয়ে কানাডার মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন বলে বাসস জানিয়েছে।
আহমেদ হুসেন বলেন, “এফআইপিএ স্বাক্ষরিত হলে কানাডার ব্যবসায়ীরা এতে উৎসাহ পাবেন। এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।”
সাক্ষাতে প্রধান উপদেষ্টা বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দেন।
জবাবে আহমেদ হুসেন বলেন, “আমরা শিক্ষার্থী ভিসার সংখ্যা কিছুটা কমিয়েছি, তবে এটি বাংলাদেশকে লক্ষ্য করে করা হয়নি। বৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আমাদের দরজা সবসময় খোলা।”
বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডা সরকারের সহযোগিতা কামনা করে মুহাম্মদ ইউনূস বলেন, “কানাডার একটি এলাকাকে ‘বেগম পাড়া’ বলা হয়, যেখানে দুর্নীতিবাজ ব্যক্তিদের পরিবার বসবাস করছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি, কারণ এটি সর্বত্র ছড়িয়ে পড়েছে।”
বিষয়টি নিয়ে কানাডার মন্ত্রী বলেন, “আমরা দুর্নীতির অর্থ বা লুটপাট করা সরকারি টাকা কানাডায় রাখতে চাই না।”
সাক্ষাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমি জানি বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি তাদের আশা ও প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।”
সাক্ষাতে বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম, জাতীয় নির্বাচন এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিয়ে আলোচনা হয়। বৈঠকে কানাডার হাই কমিশনার অজিত সিং এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড সিইও’র সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার বিল উইন্টার্স সাক্ষাৎ করেছেন।
সোমবার উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাতের আলাপে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচার ও চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টি মুহাম্মদ ইউনূস তুলে ধরেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ১২০ বছর পূর্তি উদযাপন ঘিরে ঢাকা সফরে আসেন বিল উইন্টার্স। বাংলাদেশের স্থিতিশীলতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতির প্রশংসা করেন তিনি।
বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে যেসব পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছে, সে বিষয়টিও তুলে ধরেন তিনি।